বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রেমিকার খোলস ছেড়ে প্রথমবার ভিন্ন চরিত্রে শুভশ্রী!

প্রেমিকার খোলস ছেড়ে প্রথমবার ভিন্ন চরিত্রে শুভশ্রী!
ছবি: সংগৃহীত

প্রেমঘন চরিত্রের খোলস ছেড়ে অভিনয়ে এক নতুন দিগন্তে পা রেখেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ এবং ‘গৃহপ্রবেশ’-এ তার অভিনয় সমালোচক থেকে দর্শক—সব মহলে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার তিনি আরও ব্যতিক্রমী এক চরিত্রে হাজির হতে চলেছেন।

মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন শুভশ্রী, যেখানে তার সঙ্গে ছিলেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। ছবির ক্যাপশনে মজার ছলে লিখেছেন— “হাসতে হাসতে খুন করে দেব।” কৌশিকও সেই ছবি নিজের ওয়ালে শেয়ার করে জল্পনার আগুনে ঘি ঢালেন।

চলচ্চিত্রপাড়া জুড়ে কানাঘুষো— কৌশিক গাঙ্গুলির নতুন থ্রিলার ঘরানার একটি ছবিতে প্রথমবারের মতো নেগেটিভ চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। জানা গেছে, ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কৌশিক গাঙ্গুলি নিজেও। পাশাপাশি রুদ্রনীল ঘোষ এবং বিশেষ চরিত্রে কৌশিক সেনকে দেখা যেতে পারে।

সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজার পর কিংবা বছরের শেষ নাগাদ শুরু হবে শুটিং। এর শুটিং হওয়ার কথা রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের মনোরম লোকেশনে। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে নির্মাতা সূত্রে জানা গেছে—দর্শকদের জন্য থাকছে বড়সড় চমক।

বর্তমানে শুভশ্রী গাঙ্গুলি যেন টলিউডের ‘লম্বা রেসের ঘোড়া’। একের পর এক ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। হাতে রয়েছে আরও দুটি ব্যতিক্রমী পিরিয়ড ড্রামা— সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘রায়বাঘিনী ভবশঙ্করী’, যেখানে বাঘা চরিত্রে দেখা যাবে তাকে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ