মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৪ নভেম্বর ২০২৫

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

সোমালি বংশোদ্ভূত মার্কিন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে লিখেছেন, ইলহানকে দেশে না থেকে “ফিরে যাওয়া উচিত।”

ট্রাম্প তার পোস্টে ইলহান ওমরের একটি বক্তব্যের ভিডিও সংযুক্ত করেছেন, যা সম্প্রতি ডানপন্থী রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল, তা নিশ্চিত করা যায়নি।

মিনেসোটা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধি ইলহান ওমর সোমালিয়ায় জন্মগ্রহণ করেন। গৃহযুদ্ধ চলাকালে তিনি মাত্র আট বছর বয়সে দেশ ত্যাগ করেন। এরপর চার বছর তিনি কেনিয়ার একটি শরণার্থী শিবিরে থাকেন এবং ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০০ সালে তিনি মার্কিন নাগরিকত্ব অর্জন করেন।

ট্রাম্পের মন্তব্য দ্রুত তার সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর আগেও তিনি ইলহান ওমরকে আক্রমণ করেছেন। গত সেপ্টেম্বরে ওভাল অফিসে ট্রাম্প বলেছিলেন, “আমি সোমালিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলাম। বলেছিলাম, আপনি হয়তো তাকে ফিরিয়ে নিতে চান। তিনি বললেন, ‘আমি তাকে চাই না।’”

এছাড়াও, ২০২০ সালের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প ইলহানকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন, “তিনি আমাদের শেখাচ্ছেন, কীভাবে দেশ চালাতে হয়?”

ইলহান ওমরের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত শুক্রবার একটি রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই। জানি না, তারা কীভাবে আমার নাগরিকত্ব কেড়ে নেবে বা আমাকে দেশ থেকে বের করবে। আমি সেই ছোট মেয়ে নই, যে যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল। এখন আমি প্রাপ্তবয়স্ক, সন্তানদের মা এবং স্বাধীনভাবে বাঁচতে জানি।”

তিনি আরও বলেন, “প্রতিদিন সকালে উঠে মানুষ যখন বলে—‘আমরা ইলহানকে দেশ থেকে বের করে দেব’—তখন বিষয়টি অদ্ভুত মনে হয়।”

জনপ্রিয়