ভর্তি হয়ে গেছে বাবরি মসজিদের ১১ দানবাক্স
মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে যেন রুপির স্রোত বইছে। নতুন ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্দেশ্যে রাখা দানবাক্সগুলো একের পর এক খোলা হচ্ছে, আর মেঝেতে ঢেলে গোনা হচ্ছে বিপুল অঙ্কের টাকা। এই বিশাল পরিমাণ রুপি গোনার জন্য ৩০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে; পাশাপাশি ব্যবহার করা হচ্ছে টাকা গোনার মেশিনও।
বাবরি মসজিদের জন্য খোলা ট্রাস্টের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট ও স্ক্যানার তিনি নিজের ফেসবুকে প্রকাশ করেছিলেন, সঙ্গে আহ্বান — যে যত পারেন দান করুন। এরপরই নানা জায়গা থেকে অনলাইনে ও সরাসরি দান জমতে থাকে।
রবিবার তাঁর বাড়িতে ১১টি দানবাক্স খোলা হলে শুরু হয় গণনার কাজ। হুমায়ুন কবির দাবি করেছেন, শুধু অনলাইন লেনদেনেই ব্যাংক অ্যাকাউন্টে এসেছে ৯৩ লাখ রুপি। দানবাক্সগুলোতে জমা পড়া টাকার হিসাব এখনও চলমান।
পুরো প্রক্রিয়াটি তিনি ফেসবুকে লাইভও দেখিয়েছেন।
গত ৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে হুমায়ুন কবির জানিয়েছিলেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৮০ কোটি রুপি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর দাবি, মসজিদ নির্মাণে অর্থের কোনো ঘাটতি হবে না।
হুমায়ুন বলেন, “৪ ডিসেম্বর প্রথমবার সাহায্যের আহ্বান জানাই। তারপর থেকে অনলাইনে ৯৩ লাখের বেশি জমা পড়েছে। পাশাপাশি ১১টি দানবাক্স থেকেও মানুষ স্বেচ্ছায় সাহায্য করেছেন। সিসিটিভির নজরদারিতে সেই দানবাক্সগুলোর টাকা গোনা হচ্ছে।”



























