বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১২:৫৩, ৭ মে ২০২৫

জাতিসংঘ মহাসচিবের আহ্বান: সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর তাগিদ

জাতিসংঘ মহাসচিবের আহ্বান: সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর তাগিদ
সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, "নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় সামরিক অভিযানের বিষয়টি নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন।"

 

জাতিসংঘ মহাসচিব উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বিশ্ব মেনে নিতে পারবে না।”

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কাশ্মীর ইস্যুতে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক ঘটনায় এ উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

জাতিসংঘ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছে। মহাসচিব আশা প্রকাশ করেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমে দুই দেশ উত্তেজনা কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখবে।

সম্পর্কিত বিষয়: