বাংলাদেশ থেকেও দেখা যাবে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

এ বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ গ্রহণ দেখা যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রহণটি মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে এ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে আফ্রিকার কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই অঞ্চলের পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে গ্রহণ দেখা যাবে না।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করলে এবং পৃথিবী মাঝখানে থাকায় সূর্যের আলো চাঁদে পৌঁছাতে না পারলে চন্দ্রগ্রহণ ঘটে। এ সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। তবে এদের কৌণিক দূরত্বের কারণে কখনো পূর্ণগ্রাস, আবার কখনো খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়।