রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নাজমুন নাহার

প্রকাশিত: ২২:৪৬, ৬ সেপ্টেম্বর ২০২৫

জুলাই গণহত্যা চত্বর স্থাপনের দাবী জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের

জুলাই গণহত্যা চত্বর স্থাপনের দাবী জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের
সংগৃহীত

ঢাকার ১৭ স্থান ও সারা দেশের ৩৬ টি স্থানের জুলাই অভুত্থানের শহীদের অবদান যেন সাধারণ জনগণ ভুলে না যায়, সে সকল স্থানে শহীদদের নাম সম্বলিত “জুলাই গণহত্যা চত্বর” স্থাপনের দাবী জানিয়েছে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স (JRA)। 

শনিবার রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সম্মেলনে বক্তারা পতিত শেখ হাসিনার নির্দেশনায় জুলাই গনঅভ্যুত্থানে দেশের কোন যুদ্ধক্ষেত্রে কতজন শাহাদাত বরণ করেছে তার সংখ্যা ও তালিকা প্রকাশ করেন। 

বক্তারা বলেন, এই লড়াই সহজ নয়। ষোল বছেরর ফ্যাসিবাদ আমাদের শিকেড় বিষ ছিড়েয় দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদ আমাদের সাংস্কৃতিকে আচ্ছন্ন করার চেষ্টা করেছে। কিন্তু JRA দৃঢ়প্রতিজ্ঞ—এই বিষাক্ত সংস্কৃতি উপরে ফেলে আমরা প্রতিষ্ঠা করব দেশের জনতার নিজেস্ব সংস্কৃতি। 

সাধারণ জনগন যেন ভুলে না যায়, যখন তারা যাত্রাবাড়ি, উত্তরা কিংবা মিরপুর দিয়ে হেটে যাবে তারা যেন জানতে পারে এই সব জায়গায় কোন কোন ব্যক্তি শহীদ হয়েছিলেন। নতুন বাংলাদেশ দেখানোর জন্য তারা নিজেদের উৎসর্গ করেছিলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের দাবি সে সব জায়গায় তাদের নাম সম্বলিত জুলাই গণহত্যা চত্বর স্থাপন করতে হবে। 

বিজিবির গুলিতে শহীদের সংখ্যা ৮০ এর অধিক জানিয়ে সংগঠনটির নেতারা জানান বিজিবির গুলিতে সর্বমোট হতাহতের তালিকা নিয়ে Bangladesh Protest Archive এবং জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স কাজ করে যাচ্ছে। এসময় তারা বিজিবি প্রধানের পদত্যাগের দাবিও জানান। 

সংগঠনটি তাদের নিজ উদ্যোগে শহীদদের ছবি সম্বলিত ব্যানার তৈরি করেছে যা ধাপে ধাপে সে সব জায়গায় স্থাপন করা হবে যেখানে দেশের জন্য লোকজন শহীদ হয়েছিলেন।