রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ৬ সেপ্টেম্বর ২০২৫

পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা

পল্লী বিদ্যুৎ কর্মচারীদের অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা
সংগৃহীত

পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবিতে রোববার (৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা করেছেন। এতে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন পবিসের সহ-দপ্তর সম্পাদক অঞ্জু রানী মালাকার। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ মন্ত্রণালয় একাধিকবার আশ্বাস দিলেও এখনো কোনো দাবি বাস্তবায়ন হয়নি। বরং আন্দোলনে জড়িত কর্মীদের চাকরিচ্যুতি, বদলি ও বরখাস্তের মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

চার দফা দাবির মধ্যে রয়েছে—পল্লী বিদ্যুতের কাঠামোগত সংস্কার, চাকরির বৈষম্য দূরীকরণ, হয়রানিমূলক পদক্ষেপ বন্ধ এবং অবৈধ বরখাস্ত বাতিল।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সনৎ কুমার ঘোষ জানান, তাদের অধীনে ২২৭ জন লাইনম্যানের মধ্যে মাত্র ২-৩ জন কাজে যোগ দিয়েছেন। তিনি গণছুটিকে “রাষ্ট্রবিরোধী” আখ্যা দিয়ে বলেন, এর ফলে জেলার প্রায় ৬ লাখ ৩০ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও সেনা ক্যাম্পকে জানানো হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম সাধন কুমার দাস অভিযোগ করেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তারা নিম্নমানের মালামাল ক্রয়ের মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করছেন। এর ফলে গত দুই মাসে সাতজন লাইন ক্রু এবং গত এক বছরে ৩০ জনের বেশি কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তিনি আরও বলেন, দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামায় শতাধিক কর্মচারীকে চাকরিচ্যুতি, বরখাস্ত ও মামলার মুখোমুখি হতে হয়েছে।

গণছুটি ঘোষণার পর গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন, ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে বা লাইনে সমস্যা হলে মেরামত কাজ ব্যাহত হবে। এতে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য সংকট দেখা দিতে পারে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার সাদিকুল ইসলাম, লাইনম্যান গ্রেড-২ সাইফুল ইসলাম, এলটি জাকির হোসেন, এমআরসিএজ মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।