রোববার ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি :

প্রকাশিত: ১২:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

স্বেচ্ছাসেবক নেতার ওপর হামলার অভিযোগ গণঅধিকার পরিষদের বিরুদ্ধে

স্বেচ্ছাসেবক নেতার ওপর হামলার অভিযোগ গণঅধিকার পরিষদের বিরুদ্ধে
সংগৃহীত

সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসানুর রহমান হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ হামলা হয়। 

স্থানীয়রা জানান, মাছের ঘের থেকে মোটরসাইকেলে ফেরার পথে শাহিনুরকে রড, হাতুড়ি, দা ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা শাহিনুর কবির, তার ছোট ভাই সাইফুল্লাহ এবং ভাবি পারুল সুলতানা গুরুতর আহত হয়েছেন। হামলার সময় তারা দোকানে আশ্রয় নিলে শাটার ভেঙে আবারও মারধর করা হয়। হামলা ঠেকাতে এগিয়ে গেলে ছোট ভাই সাইফুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং ভাবি পারুল সুলতানাকে পিটিয়ে আহত করা হয়। এ সময় তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও ওঠে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। শাহিনুর কবির অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন হাসান।

অভিযুক্ত হাসানুর রহমান হাসান বলেন, জমি আমাদের নামে, তারা জোর করে দখল করে রেখেছে। তবে তিনি মারধর ও হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেননি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিনুর রহমান বলেন, এ ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ