নোয়াখালীতে বাবর মো. জকির হোসেন চৌধুরীর স্মরণে দোয়া ও স্মরণসভা

নোয়াখালী সদর উপজেলার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও বাঁধেরহাট আবদুল মালেক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবর মো. জাকির হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘গোরাপুর সমাজসেবা সংগঠন’ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার অন্যতম সামাজিক সেচ্ছাসেবী সংগঠন গোরাপুর সমাজসেবা সংগঠনের উদ্যোগে কীর্তিমান এ ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল ও স্বরণ সভার আয়োজন করা হয়।
এ সময় গোরাপুর সমাজসেবা সংগঠনের সভাপতি আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মঞ্জুর সঞ্চালনায় প্রয়াত বাবর মো. জাকির হোসেন চৌধুরীর ব্যক্তি ও সামাজিক জীবনের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম দুলাল, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম মিনার, জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, চরমটুয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান রিংকু এবং বিশিষ্ট শিক্ষানুরাগী হোসনে এলাহী শাকি সহ আরো অনেকে।
স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই ইকবাল হোসেন চৌধুরী লিটন, বড় ছেলে ফারহান শাহরিয়ার চৌধুরী শিশির, বাঁধেরহাট বাজার ব্যবসায়ীর সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সোহেল, বাঁধেরহাট যুব কল্যাণ সংস্থার সভাপতি মাহবুবুর রহমান সোহাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিম উদ্দিন, গোরাপুর ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মহিন উদ্দিন, গোরাপুর সমাজসেবা সংগঠনের সহ সভাপতি মনজুরুল হোসেন বেনু, কোষাধ্যক্ষ রেজাউল করিম রাজু, সদস্য জহির রায়হান সুমন, হক সাহেব, মোঃ বাবুল ও মোহাম্মদ মিরাজ প্রমুখ।
স্বরণসভায় বক্তারা বলেন, ‘প্রয়াত বাবর মো. জাকির হোসেন চৌধুরী ছিলেন এ অঞ্চলের একজন নিবেদিতপ্রাণ।শিক্ষানুরাগী এই ব্যক্তি দল-মতের উর্ধ্বে সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘদিন স্কুল কলেজের কল্যাণে কাজ করে গেছেন। ব্যক্তি জীবনে খুবই সাদামাটা
জীবনযাপন ছিল তার এবং খুব সহজেই মানুষের সাথে মিশতেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জন্য তার অবদান চিরস্মরণীয়।’
পরে প্রয়াত বাবর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করেন বাঁধের হাট বাজার মসজিদের ইমাম মাওলানা আতা উল্ল্যা ফিরোজ ও গোরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাঞ্জেগানা মাওলানা ইমাম বাহার উদ্দিন।
এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাবর মো. জাকির হোসেন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে নোয়াখালীর প্রাইম হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সর্ব মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
জানা যায়, বাবর মো. জাকির হোসেন চৌধুরী নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের গোরাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ চৌধুরীর ছেলে। তিনি বাঁধেরহাট আবদুল মালেক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ ২৮ বছর সেখানে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।