মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ডিবি তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো.সজীব গাজী (২৭), মো. রাজন (৩০), মো. সোহেল (৩০), মো. জসিম (২৪), মো.মামুন (২৪), মো. ইব্রাহিম (২৩) ও মো. রবিন (২০)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নবীনগর হাউজিং এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি উদ্ধার করা হয়।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সেখানে একত্রিত হয়েছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।