বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২৫

স্বাস্থ্য খাতের দুর্নীতির মূলহোতা মিঠু গ্রেফতার

স্বাস্থ্য খাতের দুর্নীতির মূলহোতা মিঠু গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) স্বাস্থ্য খাতে দুর্নীতির মূলহোতা হিসেবে পরিচিত মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বিশেষ অভিযানে তাকে ধরা হয়।

স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার জালিয়াতি ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মিঠুর বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

এর আগে বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। দুদকের অনুসন্ধানে জানা যায়, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামের কোম্পানির মালিক মিঠু কৃষিজমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি নির্মাণসহ স্থাবর সম্পদ অর্জন করেছেন ১৮ কোটি টাকার বেশি। এছাড়া বিভিন্ন কোম্পানিতে শেয়ার, গাড়ি, ব্যাংক হিসাব, স্বর্ণালংকার ও অন্যান্য অস্থাবর সম্পদ মিলে তার মোট সম্পদ দাঁড়িয়েছে প্রায় ৭৫ কোটি ৮৫ লাখ টাকা।

এ ছাড়া তার নামে পারিবারিক ব্যয়ের তথ্য পাওয়া গেছে ৭১ কোটি টাকার বেশি। সব মিলিয়ে সম্পদ ও ব্যয়ের হিসাব দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা।

দুদক জানায়, ব্যবসা, বাড়িভাড়া, কৃষি আয়, বেতন-ভাতা, ব্যাংক সুদ, ফার্মের অংশ ও বৈদেশিক রেমিট্যান্স থেকে তার বৈধ আয় পাওয়া গেছে ৭১ কোটি টাকার মতো। ফলে বৈধ আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ