শুক্রবার ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১১ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন

এসে দেখি আমার ভোট অন্য কেউ দিছে

এসে দেখি আমার ভোট অন্য কেউ দিছে
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি মো. রবিউল ইসলাম। অভিযোগ, তার ভোট আগেই কাস্ট হয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শহীদ রফিক-জব্বার হলের কেন্দ্রে এ ঘটনা ঘটে। রবিউল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,
“২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই দিয়ে দিয়েছে অন্য কেউ। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে, তা কল্পনাও করিনি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসার মো. জাকির হোসেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভুয়া আইডি কার্ড ব্যবহার করে রবিউলের ভোট কাস্ট করা হয়েছে। পরবর্তীতে আসল আইডি কার্ড যাচাই করে বিষয়টি প্রমাণিত হয়।

তিনি আরও জানান, ঘটনাটি ইতোমধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।