জাকসু নির্বাচন
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল। অভিযোগের তীব্র প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করেন।
মিছিলটি সিনেট ভবন, ট্রান্সপোর্ট এলাকা ঘুরে চৌরঙ্গীতে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘প্রহসের জাকসু, মানি না মানবো না’,‘বয়কটা বয়কট, জাকসু বয়কট’ মতো স্লোগান দেন।
মিছিল শেষে ছাত্রদলের নেতারা প্রহসের জাকসু নির্বাচন বাতিল ও নতুন নির্বাচন কমিশন গঠন করে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন করার দাবি জানান।