বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১১ সেপ্টেম্বর ২০২৫

দেশে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’

দেশে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘ঈশান ২’
ছবি: সংগৃহীত

আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টিবলয়। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, এই বৃষ্টিবলয়ের নাম দেওয়া হয়েছে ‘ঈশান ২’।

বিডব্লিউওটি জানিয়েছে, প্রচণ্ড ভ্যাপসা গরমের মধ্যে ধেয়ে আসছে এই বৃষ্টিবলয়। এটি মূলত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় হবে। তবে দেশের অন্যান্য এলাকায়ও এর প্রভাব পড়বে, যা গরমের তীব্রতা কমাতে সাহায্য করবে।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট: দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল: কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দেশজুড়ে মৌসুমি বায়ু এখন মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ঈশান ২ বৃষ্টিবলয় ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের আবহাওয়ায় প্রভাব রাখতে পারে। এর আগে থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।