একযোগে ইসির আরও ৬১ কর্মকর্তা বদলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে একযোগে ইলেকশন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে কমিশন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত তিনটি আলাদা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ৪৯ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি বা পদায়ন করা হয়েছে। এছাড়া আরও দুটি আলাদা আদেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপসচিব পদে ১২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এভাবে মোট ৬১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি হয়েছেন।
অফিস আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। না হলে ১৮ সেপ্টেম্বর থেকে তাদের অবমুক্ত হওয়া স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে আরও কিছু বদলি হতে পারে। বিশেষত, ২০২৪ সালের সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বদলির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।