যমুনা অভিমুখে শিক্ষকদের যাত্রা পুলিশের বাধায় পণ্ড

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামা শিক্ষকদের যাত্রা সোমবার (১৫ সেপ্টেম্বর) পুলিশের বাধার মুখে থেমে যায়।
বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা দেন প্রায় পাঁচ হাজার শিক্ষক। তবে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় শিক্ষক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষকরা। তাদের লক্ষ্য ছিল যমুনার অভিমুখে মিছিল নিয়ে যাওয়া। তবে জাতীয় ঈদগাহের সামনে প্রথম দফায় বাধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষকরা দিকবিদিক ছুটোছুটি করে পালিয়ে যান।
শাহবাগ থানার ওসি খালেদ মনসুর জানান, “শিক্ষকরা প্রেসক্লাব থেকে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশের বাধার মুখে তারা আর অগ্রসর হতে পারেননি।”