মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (স্থানীয় সময়) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানায়, বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে ভূমিকম্পের প্রভাব পড়েছে। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলিতে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল।

ভূমিকম্পটির উৎপত্তি তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়। ফলে স্বল্প সময়ে হলেও ভারতসহ আশপাশের দেশগুলো কেঁপে ওঠে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়