মঙ্গলবার ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রাস্তা অবরোধ করার অধিকার কারোর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাস্তা অবরোধ করার অধিকার কারোর নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণকে কেন্দ্র করে যে রাস্তা অবরোধ চলছে, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, রাস্তা অবরোধ করার অধিকার কারোর নেই; অবরোধ করে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা হবে না এবং এটা সহ্য করা হবে না।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ফরিদপুরের দুটি ইউনিয়নের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে রোষ রয়েছে—আগে যে সংসদীয় আসনে ছিল সেগুলোকে অন্য আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে—তবে এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের। যুক্তি-তর্ক শুনে কমিশনই যে সিদ্ধান্ত নিয়েছে, তার ওপর স্থানীয়দের ক্ষোভ আছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, যদি লোকজনের সত্যিকারের ক্ষোভ থাকে, তবে তা যথাযথ চ্যানেলে জানানো উচিত ছিল; জনদূর্ভোগ সৃষ্টির মাধ্যমে দাবি আদায় করা যুক্তসঙ্গত নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যদি আজকের মধ্যে সমস্যা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করা ছাড়া তাদের আর উপায় থাকবে না। তিনি প্রশ্ন তোলেন—এই দুই ইউনিয়নে মোট কত লোক বা ভোটার রয়েছে, অথচ সারাদেশের লাখ লাখ মানুষকে দুর্ভোগের মধ্যে রাখা হচ্ছে—এটা কোন ভাবেই মনোবিদ্য হতে পারে না।

কোর কমিটির সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, ছিনতাই, চুরি-ডাকাতি এবং সীমান্ত সংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়