বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনে ইসির নির্দেশনা

৪৫ দিনের মধ্যে এনআইডি সংশোধনে ইসির নির্দেশনা
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এনআইডি অনুবিভাগের সব পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

এনআইডি অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলাম জানান, সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ফরম-২ কে মানদণ্ড ধরে দ্রুত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে, যাতে কোনো আবেদন অযথা ঝুলে না থাকে।

ইসির তথ্য বলছে, ২০১৪ সাল থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫৭ লাখ ২৯ হাজার ১৩২টি সংশোধন আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৫৬ লাখ ৪১ হাজার ৪৯১টি আবেদন নিষ্পত্তি হয়েছে। বর্তমানে মাত্র ৮৭ হাজার ৬৪১টি আবেদন পেন্ডিং রয়েছে, যা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়েছে কমিশন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়