বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ২২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন নিয়ে ইইউ টিমের সঙ্গে ইসির বৈঠক আজ

জাতীয় নির্বাচন নিয়ে ইইউ টিমের সঙ্গে ইসির বৈঠক আজ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি টিম নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। এর আগে গত ১৯ আগস্ট ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিলেন।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনকে প্রায় ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা নিয়ে ইতোমধ্যেই বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে এসেছে।

গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশকে অগ্রাধিকার দিচ্ছে ইইউ। এজন্য তারা শুধু নির্বাচন পর্যবেক্ষণই নয়, বরং নির্বাচন সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সুশীল সমাজের সঙ্গেও কাজ করবে। একইসঙ্গে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায়ও সহযোগিতা করবে।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের পরিকল্পনা করছে ইসি। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়