শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৫, ১৮ অক্টোবর ২০২৫

আগুনের তীব্রতা বাড়ছেই, সরিয়ে নেওয়া হচ্ছে বিমান

আগুনের তীব্রতা বাড়ছেই, সরিয়ে নেওয়া হচ্ছে বিমান
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের পরপরই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য ক্ষতি এড়াতে উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ করেই বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনের উৎস থেকে বিমানগুলোকে টেনে দূরে সরিয়ে নেওয়ার কাজও চলছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে ২০টি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের কারণে ঢাকাগামী ও ঢাকামুখী কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে।

জনপ্রিয়