রোববার ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩, ১৮ অক্টোবর ২০২৫

রিশাদের ৬ উইকেটে বাংলাদেশের বড় জয়

রিশাদের ৬ উইকেটে বাংলাদেশের বড় জয়
ছবি: সংগৃহীত

শেষ ১৩ ওয়ানডেতে মাত্র একটি জয়, টানা চার হার—বাংলাদেশের জন্য জয়ের স্বপ্ন যেন ফিকে হয়ে এসেছে। তবে আজ মিরপুরে সেই হতাশার সীমানা ভেঙে দেন রিশাদ হোসেন। তার লেগস্পিনের জাদু এবং মুস্তাফিজ-মিরাজদের সমর্থনে বাংলাদেশ শেষ পর্যন্ত অবিশ্বাস্য এক জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। আধুনিক ওয়ানডেতে এটি সহজ লক্ষ্যই বলা যায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয় ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং তুলে ফেলেন ৫১ রানের উদ্বোধনী জুটি। তখনই যেন ম্যাচ বাংলাদেশের নাগালের বাইরে চলে যাচ্ছিল।

কিন্তু ঠিক তখনই মিরপুরের কালো উইকেটকে কাজে লাগিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন লেগস্পিনার **রিশাদ হোসেন**। মাত্র ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার তৈরি করেন ঘূর্ণির মায়াজাল। একে একে প্রথম পাঁচ ব্যাটারকেই ফেরান তিনি। ১ উইকেটে ৭৯ রান থেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একসময় দাঁড়ায় ৯২/৫।

সেখান থেকেই ধস নামতে শুরু করে। পরে মুস্তাফিজ ও মিরাজও যোগ দেন উইকেট উৎসবে। শেষ পর্যন্ত মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটটিও তুলে নিয়ে ইনিংস শেষ করেন রিশাদ নিজেই।

মোটে ৩৫ রান খরচায় ৬ উইকেট—রিশাদের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ওয়ানডেতে ৫ উইকেটের কীর্তি গড়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট নেওয়ার ইতিহাসও গড়েছেন রিশাদ। এর আগে এই কীর্তির মালিক ছিলেন রাজিন সালেহ—২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।

আরও একটি রেকর্ড গড়েছেন রিশাদ—বাংলাদেশের হয়ে ওয়ানডেতে প্রথম স্পিনার হিসেবে ৬ উইকেটের কীর্তি। সব মিলিয়ে তিনি দেশের চতুর্থ বোলার, যিনি এক ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

এর আগে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। অভিষেক ম্যাচে ৪৬ রানের দারুণ ইনিংস খেলেন মাহিদুল ইসলাম অঙ্কন। শেষ দিকে ২০০ স্ট্রাইক রেটে ২৬ রানের ঝড়ো ইনিংসে অবদান রাখেন রিশাদও।

শেষ পর্যন্ত তাঁর অলরাউন্ড নৈপুণ্যেই খরা ভেঙে হাসি ফিরেছে বাংলাদেশ শিবিরে।

জনপ্রিয়