শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ১৮ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম-কলকাতায় যাচ্ছে ঢাকার ফ্লাইট

চট্টগ্রাম-কলকাতায় যাচ্ছে ঢাকার ফ্লাইট
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী একাধিক ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ এবং মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট বর্তমানে ট্যাক্সিওয়েতে অপেক্ষমাণ রয়েছে। অন্যদিকে, ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকামুখী ইন্ডিগো ফ্লাইটটি নেমেছে কলকাতায়, আর শারজাহ থেকে ঢাকাগামী এয়ার এরাবিয়ার ফ্লাইটটিও চট্টগ্রামে অবতরণ করেছে।

এছাড়া হংকং থেকে ঢাকাগামী ক্যাথে প্যাসিফিকের বিমানটি অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিচ্ছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্রগতি পর্যালোচনা শেষে পরবর্তী উড্ডয়ন ও অবতরণের সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশীয় ফ্লাইটগুলোর মধ্যেও পরিবর্তন এসেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করেছে, আর চট্টগ্রাম থেকে ঢাকামুখী ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কার্গো ভিলেজ এলাকার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই স্বাভাবিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে।

এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড মূলত কার্গো ভিলেজ এলাকায় ঘটেছে; যাত্রী টার্মিনালে এর সরাসরি প্রভাব পড়েনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয়