রোববার ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ১৮ অক্টোবর ২০২৫

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী আরও দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে সিলেট ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটটি সিলেটে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে সিলেটের ১২ জন যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে গেছেন, বাকিরা এখনো বিমানের ভেতরেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এছাড়া সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি এবং ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে আরেকটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে।

অগ্নিকাণ্ডের প্রভাবে সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটও বিলম্বে ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ বলেন, “অতিরিক্ত ফ্লাইট অবতরণে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। প্রয়োজনে যাত্রীদের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে।”

এদিকে ঢাকাগামী যাত্রীরাও সিলেটে অপেক্ষা করছেন ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার জন্য।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো।

এ ঘটনায় বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জনপ্রিয়