শনিবার ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ১৮ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহার

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহার
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্র—রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট—ব্যবহার করা হয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতেই এই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে।’

জানা গেছে, কারখানা, গুদাম বা তেল-গ্যাস স্থাপনার মতো ঝুঁকিপূর্ণ স্থানে যেখানে ফায়ার ফাইটারদের সরাসরি প্রবেশ বিপজ্জনক, সেখানে এই রোবট ব্যবহার করা হয়। রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত এই রোবটের শক্তিশালী ফ্যান ও পানির জেট আগুন নেভানোর পাশাপাশি ধোঁয়া ও গরম বাতাস দূর করতেও সহায়তা করে।

জনপ্রিয়