ইউএনএইচসিআরের প্রতিবেদন
১১ মাসে ১ লাখ ৩৭ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে তীব্র সংঘাত ও সহিংসতা অব্যাহত থাকায় গত ১১ মাসে নতুন করে ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর–এর সাম্প্রতিক মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এ রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তার আগের মাস সেপ্টেম্বরে অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন ক্যাম্পে মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়েছে। এদের বেশিরভাগ ১৯৯০ এবং ২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী ও শিশু। এছাড়া ১২ শতাংশ প্রতিবন্ধী, একক পিতা-মাতা, গুরুতর চিকিৎসাজনিত সমস্যা নিয়ে থাকা ব্যক্তি, সঙ্গীহীন অপ্রাপ্তবয়স্ক ও ঝুঁকিপূর্ণ বয়স্কসহ বিশেষ সুরক্ষার প্রয়োজনীয় জনগোষ্ঠী। ক্যাম্পের মোট জনসংখ্যার মধ্যে ৫২ শতাংশ নারী এবং ৪৮ শতাংশ পুরুষ।



























