৩০টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছি: ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অভিযোগ করেছেন যে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই গুরুতর অভিযোগ তোলেন।
হাদি দাবি করেন যে গত কয়েক ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে এবং খুদেবার্তা পাঠানো হয়েছে। তিনি অভিযোগের আঙুল তুলেছেন আওয়ামী লীগের অনুসারীদের দিকে।
তার ভাষ্যমতে তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে এবং তার বাড়িতে আগুন দেওয়াসহ পরিবারের নারী সদস্যদের ওপর পাশবিক নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে শরিফ ওসমান হাদি লিখেছেন যে আওয়ামী লীগের কর্মীরা তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন যে আগামী ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়ার একটি রায় বা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন জুলাই বিপ্লবের সময় নিহত প্রায় ১৪০০ শহীদের রক্তের ঋণ শোধ করতে তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
হুমকিদাতারা তাকে পুড়িয়ে মারার ভয় দেখালেও তিনি ইনসাফ বা ন্যায়বিচারের লড়াই থেকে এক চুলও নড়বেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বুয়েটের নিহত ছাত্র আবরার ফাহাদের উদাহরণ টেনে তিনি বলেন একজনকে হত্যা করা হলে এই জমিনে হাজারো প্রতিবাদী কণ্ঠের জন্ম হবে। শরিফ ওসমান হাদি তার পোস্টে আরও উল্লেখ করেন যে স্বাধীনতার পক্ষে তার এই কণ্ঠস্বরকে কেউ রুদ্ধ করতে পারবে না। তিনি সৃষ্টিকর্তার কাছে সাহস ও শক্তি প্রার্থনা করে বলেন লড়াইয়ের ময়দানে তিনি হাসিমুখে মৃত্যুকে বরণ করতে প্রস্তুত।
নিজের পরিবার ও সহযোদ্ধাদের নিরাপত্তার ভার তিনি মহান আল্লাহর ওপর ন্যস্ত করেছেন বলে জানান। বিদেশি নম্বর থেকে ক্রমাগত হুমকির এই বিষয়টি নিয়ে তিনি আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুসারী ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।



























