মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:০৫, ১৮ নভেম্বর ২০২৫

আজ প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা

আজ প্রকাশ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, এই তালিকাই জাতীয় নির্বাচনের জন্য চূড়ান্ত তালিকা হিসেবে বিবেচিত হবে।

এর আগে ৩ নভেম্বর প্রাথমিক বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

ভোটারদের শ্রেণিভেদে সংখ্যা হলো—

পুরুষ ভোটার: ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন
হিজড়া ভোটার: ১ হাজার ২৩০ জন

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারাই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য বিবেচিত হবেন।

সর্বশেষ

জনপ্রিয়