কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনের সামনের অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কড়াকড়ি নিরাপত্তায়। যথাযথ পরিচয় নিশ্চিত না হলে কাউকে ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে তফসিলের ঘোষণা প্রচার করা হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করবেন।



























