বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ১১ ডিসেম্বর ২০২৫

সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তার রেকর্ড করা ভাষণটি জাতির উদ্দেশে রেকর্ড করা হয়। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় ভাষণটি সম্প্রচার শুরু করে বিটিভি এবং বাংলাদেশ বেতার।

নির্বাচনের সূচি উল্লেখ করে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‎মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ‎মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর।

এ এম এম নাসির উদ্দিন জানান, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হবে এবং প্রচার-প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি বলেও জানান তিনি।

আর ভোটের দিন ১২ ডিসেম্বরের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ কররে সময় বেঁধে দেন তিনি।

এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এটি হবে তৃতীয় গণভোট। এরজন্য নির্বাচনের সময় বাড়ানো হয়েছে বলেও জানান সিইসি।

জনপ্রিয়