বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ১১ ডিসেম্বর ২০২৫

২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা

২২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন। প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ফলে একজন প্রার্থী মোট ২০ দিন প্রচারের সুযোগ পাবেন।

এবারের নির্বাচনে দেশের ভেতর ও বাইরে মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশিরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ইতোমধ্যে তিন লাখের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর এই প্রথম জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করেন।

জনপ্রিয়