উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যকে কেন্দ্রে রাখা উচিত : রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যকে কেন্দ্রস্থলে রেখে সমন্বিত ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া জরুরি। উন্নয়নের নামে পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হলে তার চূড়ান্ত মূল্য সমাজকেই দিতে হয়।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ওয়ান হেলথ কার্যক্রম: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কৌশল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাস্তা বা অবকাঠামো নির্মাণ করা সম্ভব হলেও সুন্দরবন বা একটি নদী নতুন করে সৃষ্টি করা যায় না। জলবায়ু পরিবর্তন ও মহামারি আমাদের মনে করিয়ে দেয়—মানুষ প্রকৃতির মালিক নয়, বরং এর অংশ।
তিনি বলেন, ওয়ান হেলথ বাস্তবায়নে অতিরিক্ত প্রক্রিয়াগত জটিলতা, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতি ও সিদ্ধান্তে দীর্ঘসূত্রতা বড় বাধা। এসব কাটাতে জাতীয় ও জেলা পর্যায়ে কার্যকর পরামর্শক কমিটি গঠন এবং প্রতিটি মন্ত্রণালয়ে ফোকাল পয়েন্ট নির্ধারণ প্রয়োজন।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, জনবল বৃদ্ধি, অনলাইন প্রক্রিয়া সম্প্রসারণ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো সম্ভব। পাশাপাশি তিনি বলেন, ওয়ান হেলথ কেবল কারিগরি নয়, এটি একটি সামাজিক ও নৈতিক মূল্যবোধ, যা জাগ্রত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।



























