স্বরাষ্ট্র উপদেষ্টা
আইনশৃঙ্খলা বাহিনীকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে
আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ ও জেলা পুলিশকে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যূত্থানে ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ।
তিনি জানান, তৈরি পোশাক শিল্প বিশেষ করে নিটওয়্যার খাত জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের টেকসই উন্নয়নে নিরাপদ শিল্পাঞ্চল ও শিল্প মালিকদের সঙ্গে প্রশাসনের সহযোগিতা অপরিহার্য।
এসময় তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























