চিন্তা করে ভোট দেবেন, যাতে পরে পস্তাতে না হয়: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি আমরা ভোট দিতে যাচ্ছি। সেদিন আমাদের দুটি ভোট দিতে হবে। একটি সংসদ নির্বাচনের জন্য—কাকে ভোট দেবেন, তা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, যেন পরে কোনো অনুশোচনা না থাকে। একই দিনে দ্বিতীয় যে ভোটটি দেওয়া হবে, সেটি হলো গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত।
রোববার (১১ জানুয়ারি) গুলশান-২-এর নগর ভবনে ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে গণভোটের উত্তরে ‘হ্যাঁ’ বলতেই হবে। এই সুযোগ অবহেলায় হারালে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সুযোগ আরও বহু বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে। সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্যগুলো ভালোভাবে পর্যালোচনা করে সংস্কারের পক্ষে মতামত প্রকাশ করতে হবে।
তরুণ সমাজকে উদ্দেশ করে তিনি আরও বলেন, তরুণরা যেভাবে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে, তাতে শুধু খুশি হয়ে বসে থাকলে চলবে না। অতীতের মতো স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জন যেন বৃথা না যায়, সেদিকে সবার সচেতন দৃষ্টি রাখতে হবে। ভয়কে আমাদের জয় করতেই হবে—বাংলাদেশের মানুষ বারবার ভয়কে জয় করেছে। তরুণরা গণতন্ত্রের ভিত্তি রচনায় যে আত্মত্যাগ করেছে, তার যথাযথ প্রতিফলন আমরা আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে ঘটাব।



























