চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ

চাকরির বয়সসীমা ৩২-এর পরিবর্তে ৩৫ করার দাবিতে আবারও বিক্ষোভ সমাবেশ করছে আন্দোলনকারীরা।
বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগ থানার উল্টো পাশে বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়।
এদিন সকালে পূর্বঘোষণা অনুযায়ী শুরুতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় পুলিশি বাধার সম্মুখীন হলে তারা শাহবাগ থানার সামনে ফুলের দোকানগুলোর সামনে অবস্থান নেন। এসময় ‘বয়স না মেধা, মেধা মেধা’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এক দুই তিন চার, পঁয়ত্রিশ আমার অধিকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পুলিশের সঙ্গে ৩৫ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে পুলিশ তাদের জাদুঘরের সামনে থেকে সরিয়ে দেয়। শাহবাগ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, এখানে আরেকটি সমাবেশ শুরু হবে, তাই বিশৃঙ্খলা এবং জনভোগান্তির কথা বিবেচনা করে তাদেরকে টিএসসির দিকে সরে সমাবেশ করতে বলা হয়েছে। এ সময় ৩৫ প্রত্যাশীরা জানান, তারা শাহবাগ থানা থেকে সমাবেশের অনুমতি নিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, সমাবেশের আবেদন করা হলেও অনুমতি দেয়া হয়নি।
এ সময় আবু নাঈম বলেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের একটা কমিশন গঠন করে দেয়া হয়েছিল। তারা আমাদের দাবি বিবেচনায় নিয়ে বয়স ৩৫ করার পক্ষে সুপারিশ করে। এখন সেই সুপারিশকে অগ্রাহ্য করে ৩২ করা হলো। তারা যদি তাদের কমিশনের ওপরেই আস্থা রাখতে না পারে তাহলে কীভাবে হবে। আমরা বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। আমাদের ৩৫ দিয়ে দিতে হবে এবং শিগগিরই সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।