শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২৩:১৭, ৮ মে ২০২৫

জুলাই ফাউন্ডেশনের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন স্নিগ্ধ

জুলাই ফাউন্ডেশনের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন স্নিগ্ধ
সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'য় অনুষ্ঠিত ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

স্নিগ্ধ এখন থেকে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

মীর স্নিগ্ধ শহীদ ছাত্রনেতা মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হলে স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করা হয়। পরে একই বছরের ২১ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম, আর স্নিগ্ধ হন সিইও।

তবে সারজিস আলমও চলতি বছরের জানুয়ারিতে ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ান। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্বে রয়েছেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মূলত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত একটি সংগঠন।

সম্পর্কিত বিষয়: