শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:০৪, ২৫ জুলাই ২০২৫

শাহজালাল বিমানবন্দর: যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়

শাহজালাল বিমানবন্দর: যাত্রীর সঙ্গে দুজনের বেশি প্রবেশ নয়
সংগৃহীত

ঢাকার শাহজালাল বিমানবন্দরে ড্রাইভওয়ে ও ক্যানোপি এলাকায় যাত্রীদের সঙ্গে দুজনের বেশি প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে এক বার্তায় কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

 

এতে বলা হয়েছে, “আগামী রবিবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে বিমানবন্দর এলাকার ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপিতে যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন।”

 

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখা, যানজট ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

এতদিন যাত্রীর সঙ্গে কতজন প্রবেশ করতে পারবেন তা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বর্তমানে বছরে ১ কোটি ২৫ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে থাকেন। প্রতিদিন ১৪০-১৫০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয়।

 

 

সর্বশেষ