শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৪৭, ২৫ জুলাই ২০২৫

মোহাম্মদপুরে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইলসহ গ্রেফতার ৩

মোহাম্মদপুরে সাংবাদিকের ছিনতাই হওয়া মোবাইলসহ গ্রেফতার ৩
সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

 

শুক্রবার (২৫ জুলাই) গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান।

 

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনা নিয়ে ওই সাংবাদিকের একটি ফেসবুক পোস্ট আমাদের নজরে আসে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। পরে আমরা এই ঘটনায় অভিযান পরিচালনা করি ও ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হই এবং সন্দেহভাজন তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করি।

 

এই ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন সড়কের মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ছিনতাইয়ের ঘটনা জানান। সেখানেও তিনি ভোগান্তির শিকার হন বলে অভিযোগ করেন।

 

ঘটনা শুনে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান ভুক্তভোগীকে বলেছিলেন, আমি ওসি হয়েও এই কমদামি ফোন ব্যবহার করি, আপনি এত দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই! আবার ঘটনাস্থলে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে এসআই জসিম বলেন, ‘ওখানে ছিনতাইকারীরা বসে থাকবে নাকি? আপনার কমন সেন্স নাই?’

 

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট দেন ভুক্তভোগী সাংবাদিক। পোস্টটি ভাইরাল হয়ে যায়। ক্ষুব্ধ নেটিজেনরা পুলিশের ব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ