বিমান দুর্ঘটনায়
আহতদের চিকিৎসায় ভারতীয় মেডিকেল টিমের সহায়তা অব্যাহত

গত ২১শে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত রোগীদের চিকিৎসায় সহায়তা করতে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় মেডিকেল টিম তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ভারতীয় চিকিৎসক দল ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দ্বিতীয় দফায় পরিদর্শন ও পরামর্শ কার্যক্রম পরিচালনা করেছে।
তারা ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে রোগীদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কয়েকজন রোগীর সঙ্গে সরাসরি দেখা করে তাদের আরোগ্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেন।
ভারতীয় মেডিকেল দল ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ব্যবস্থাপনা প্রোটোকল এবং উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় করে। এসময় তারা গুরুত্বপূর্ণ চিকিৎসা সহায়তা প্রদান করেন, যাতে আহতদের চিকিৎসা আরও কার্যকর ও দ্রুততর হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই ধরনের সহযোগিতা দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক মূল্যবোধের প্রতিফলন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
উল্লেখ্য, ২১ জুলাইয়ের এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধদের অধিকাংশকেই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, আন্তর্জাতিক সহযোগিতা ও পরামর্শে চিকিৎসা কার্যক্রম আরও উন্নত হওয়ায় রোগীদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনাও অনেকটা বৃদ্ধি পেয়েছে।