বৃহস্পতিবার ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৪০, ২৮ আগস্ট ২০২৫

সেনাবাহিনী

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন: সেনা মোতায়েনের গুজব ভিত্তিহীন

কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন: সেনা মোতায়েনের গুজব ভিত্তিহীন
সংগৃহীত

বিশ্ববিদ্যালয় সমূহের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা প্রদান করা হয়নি এবং ভবিষ্যতেও সেনাবাহিনীর সম্পৃক্ততার সুযোগ নেই।

সেনাবাহিনী মনে করে, বিদ্যমান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়