অসুস্থ মেঘমল্লার বসু, রাতেই অস্ত্রোপচার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণায় সশরীরে অংশ নিতে পারবেন না ‘প্রতিরোধ পর্ষদ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মেঘমল্লার বসু। আজ (মঙ্গলবার) রাতেই তার অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
সকালে (১১টার দিকে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘমল্লার লেখেন— “যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্য হলো। শরীর বিট্রেই করল। আজ রাতে অ্যাপেন্ডিক্স অপারেশন। সশরীরে আর মনে হয় ক্যাম্পেইন করতে পারব না। সরল অপারেশন এমনিতে। কিন্তু ডাক্তার কোনোভাবেই দেরি করতে রাজি নন। অবস্থা নাকি ইতিমধ্যেই বেশ খারাপ। রাজনৈতিক শত্রু মিত্র সকলের দোয়া, আশীর্বাদপ্রার্থী।”
তার দ্রুত সুস্থতা কামনা করেছেন ছাত্রনেতা এবং বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। এনসিপির দুই নেতা হাসনাত ও সারজিস, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদসহ অনেকে মন্তব্য করেছেন তার ফেসবুক পোস্টে। হাসনাত লিখেছেন: “দ্রুত সুস্থতা কামনা করছি, ভাই। দোয়া রইল।” সারজিস লেখেন: “দ্রুত সুস্থতা কামনা করছি।” ফরহাদ লিখেছেন: “দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইলো দাদা।”