মোহাম্মদপুরে চাঁন গ্রুপের মানিক ও রাজিব চাপাতিসহ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড ও ৮ মামলার আসামি মানিক (২১) এবং তার সহযোগী ২ মামলার আসামি রাজিবকে (২০) চাপাতিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার কাটাসুর রহিম ব্যাপারী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
নাজমুল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ছিনতাইয়ের প্রস্তুতির নিচ্ছিল চাঁন গ্রুপের সদস্যরা। এ সময় হাতেনাতে মানিক ও রাজিবকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারোলো চাপাতি উদ্ধার করা হয়েছে। চাঁন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মানিকের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে এবং রাজীবের বিরুদ্ধে দস্যুতা ও ছিনতাইয়ের দুটি মামলা রয়েছে। এরআগে চাঁন বাহিনীর প্রধান কালাচাঁনও ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মানিক শরীয়তপুর জেলার রামুডা থানার চর মারগাঁও এলাকার সালামের ছেলে। সে মোহাম্মদপুর রায়েরবাজার পুলপাড় এলাকায় থাকত। অন্যদিকে রাজিব মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর এলাকার কুদ্দুসের ছেলে। সে মোহাম্মদপুর থানার রহিম ব্যাপারীর ঘাট এলাকায় থাকত। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্ট রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে চাঁন বাহিনীর প্রধান সোহেল ওরফে চাঁন ওরফে কালাচাঁনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এই গ্রুপ।
সপ/আম