শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে : মির্জা আব্বাস

অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে : মির্জা আব্বাস
সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক শ্রেণির লোকেরা নির্বাচন চাইছে না। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না, অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এটা কোনো সাধারণ মারামারির ঘটনা নয়। নাক দিয়ে এখনো রক্ত বের হচ্ছে, অবস্থা ভালো নয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে বিচার করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার নুরকে বিদেশে পাঠানোর কথা বলেছে, কিন্তু এখনো পাঠায়নি। এতে আমি হতাশ। শুধু বিদেশে পাঠিয়ে দিলে হবে না, যেখানে তার সমস্যার সঠিক চিকিৎসা সম্ভব, সেখানেই নেওয়া উচিত। আমি মনে করি, নুরের চিকিৎসার জন্য জার্মানি সবচেয়ে উপযুক্ত জায়গা। সিঙ্গাপুর বা ব্যাংককে ভালো চিকিৎসা হবে না। নুর সুস্থ হয়ে ফিরে আসুক, সেটাই আমরা চাই।”

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, “মাসখানেক আগে শুনেছিলাম, কিছু লোককে টার্গেট করে হামলার পরিকল্পনা হচ্ছে। সরকারের দেখা উচিত, এসব হামলার সূত্র কোথায়। না হলে জনগণ বুঝবে, সরকার তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারছে না।”

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: