শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

মুনিয়া হত্যার মাস্টারমাইন্ডের নাম ফাঁস করলেন ইলিয়াস হোসাইন

মুনিয়া হত্যার মাস্টারমাইন্ডের নাম ফাঁস করলেন ইলিয়াস হোসাইন

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে মুনিয়া হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। একই সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসাইন এ দাবি জানান।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মুনিয়া হত্যার মাস্টারমাইন্ড দিলীপ আগরওয়ালা এবং আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে। এই দুজনকে মুনিয়া হত্যার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।”

তিনি আরও দাবি করেন, মুনিয়ার বড় বোনকেও সবার আগে গ্রেপ্তার করা উচিত। তার ভাষায়, “তিনি মুনিয়াকে অন্ধকার জগতে ঠেলে দিয়ে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছিলেন।”

সম্পর্কিত বিষয়: