শনিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ৬ সেপ্টেম্বর ২০২৫

নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশ

নেপালের সঙ্গে ড্র করল বাংলাদেশ
সংগৃহীত

আশি-নব্বইয়ের দশকে নেপালকে একের পর এক বড় ব্যবধানে হারালেও সাম্প্রতিক সময়ে আর জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। দীর্ঘ পাঁচ বছর পরও জয় না পাওয়ার এই ধারায় এবারও পরিবর্তন হলো না। তবে চার বছর পর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে জামাল ভূঁইয়ারা।

আগামী অক্টোবরের এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে আয়োজিত সিরিজের প্রথম ম্যাচে দুই দলই গোলশূন্য থেকে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে উভয় দলকে।

ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৩৬ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ইন থেকে নেপালের গোলরক্ষক কিরণ ভুল করলে ফাঁকা পোস্ট পেলেও বাংলাদেশি ফরোয়ার্ড গোল করতে ব্যর্থ হন। নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার পরিবর্তে অভিষেক ম্যাচে সুজন হোসেন পোস্টের নিচে দায়িত্ব পালন করেন। তেমন বড় কোনো পরীক্ষায় পড়তে হয়নি তাকে।

দ্বিতীয়ার্ধে খানিকটা গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। বল দখল ও পাসিংয়ে পরিকল্পনার ছাপও ছিল। তবে গোলের দেখা পায়নি দল। অন্যদিকে নেপাল আক্রমণ করলেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।

দশরথ স্টেডিয়ামের মাঠ ভারী থাকায় দুই দলের খেলোয়াড়রাই সমস্যায় পড়েন। সামান্য বৃষ্টিতেই খেলার মানে প্রভাব পড়ে। কয়েকজন আঘাত পেলেও বড় ধরনের ইনজুরি হয়নি।

নেপালের ঘরোয়া লিগ দুই বছর ধরে বন্ধ থাকলেও প্রায় দেড় মাসের প্রস্তুতিতে তুলনামূলক ভালো ফুটবল খেলেছে স্বাগতিক দল। অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে বিল্ড আপ ফুটবলে জোর দিয়েছে তারা।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর, একই ভেন্যুতে।

সম্পর্কিত বিষয়: