মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন : ডা. জাহিদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘মুক্তিযোদ্ধারা আমাদের সবচেয়ে গর্বের ধন। মুক্তিযোদ্ধারা না থাকলে এ দেশ স্বাধীন হতো না। কাজেই তাদের যথাযোগ্য সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলি সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ছিলেন ৭১-এর মুক্তিযুদ্ধের ঘোষক। দেশ এবং দেশের মানুষের জন্য তিনি যুদ্ধ করেছিলেন। আজকে যারা মুক্তিযোদ্ধাদের ভুলে গেছে, তাদের উচিত দেশের ইতিহাস জানা। কারণ মুক্তিযোদ্ধারা শুধু দেশ স্বাধীন করেননি, তারা জাতির মর্যাদাকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন।’
তিনি আরো বলেন, ‘বিএনপি সর্বদা মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই মুক্তিযোদ্ধারা যেন প্রাপ্য সম্মান পান।’
এ সময় সভায় উপস্থিত মুক্তিযোদ্ধারা ডা. জাহিদ হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ অঙ্গসংগঠনের নেতারা এবং উপজেলা বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।



























