শনিবার ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ২৪ অক্টোবর ২০২৫

আযানের সময় বক্তব্য থামতে বলায় রেগে গেলেন বিএনপি নেতা

আযানের সময় বক্তব্য থামতে বলায় রেগে গেলেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় মরজাল ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতার বক্তব্যের মাঝে আযান, থামতে বলায় রেগে গেলেন বিএনপি নেতা। 

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গতকাল রায়পুরা মরজাল ইউনিয়ন বিএনপির আয়োজিত আলোচনা সভায় রায়পুরা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বক্তব্য দেয়া কালে মাগরিবের আযান শুরু হলে পাশে থাকে নেতাকর্মীরা আযান হচ্ছে বলে থাকে বক্তব্য থামাতে বললে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, 'আযান দেক না তো কি হয়ছে'। এসময় তার পাশে থাকা নেতাকর্মীরা তাকে সংযত করার চেষ্টা করেন। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয়েছে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বক্তব্য থামাতে বলায় নেতাকর্মীদের ওপর বেশ বিক্ষুব্ধ হয়েছেন তিনি ।

তবে, পরবর্তীতে আযান ও নামাজের বিরতির পরে পুনরায় আলোচনা শুরু হলে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব সাংবাদিকদের উদ্দ্যেশ্যে বলেন, আমার একটা লাইন এক্সপান্স করে (কেটে) দেবেন। দুঃখিত, আমরাও মুসলিম পরিবারের সন্তান।

এ সময় মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মদ প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল। এছাড়া উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী ভূইয়া, জেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভূইয়া ইতু, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীরসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়