শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫১, ২৪ অক্টোবর ২০২৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা বলল এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে। তবে এই খবর ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। কিছু দিন আগেও তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দলের বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অসত্য।”

এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক ফেসবুক পোস্টে বলেন, “কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের যে সংবাদ ছড়ানো হচ্ছে, তা গুজব ছাড়া আর কিছুই না। এমন অসত্য ও ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।”

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয় যে, দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে দলের হাইকমান্ড এখনো তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বলে সংবাদে দাবি করা হয়।

জনপ্রিয়