বদলে গেল বাগছাসের নাম

নাম পরিবর্তন করেছে জুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে গড়ে ওঠা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। সংগঠনটির নতুন নাম “জাতীয় ছাত্রশক্তি”। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গ সংগঠন হিসেবে ছাত্র রাজনীতিতে অংশ নিতে এমন পদক্ষেপ নিয়েছে তারা।
বৃহস্পতিবার দুপুরে আবু সাঈদ কনভেনশন সেন্টারে সংগঠনটির পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের নতুন নাম ঘোষণা করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ও জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী।
বাগছাসের ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার বলেন, “যেহেতু বাগছাস এবং এনসিপি—উভয়ই জুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে গড়ে উঠেছে এবং উভয় সংগঠনের আদর্শ এক, তাই এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে নাম পরিবর্তন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এনসিপির অন্যান্য অঙ্গ সংগঠনের নামের সঙ্গে মিল রেখে আমাদের নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। শিগগিরই নতুন কমিটিও ঘোষণা করা হবে।”