রোববার ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ২৬ অক্টোবর ২০২৫

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ: আখতার হোসেন

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ: আখতার হোসেন
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানানোর জন্য সবথেকে বড় দায়ী জাতীয় পার্টি। সেই দলটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে কোনোভাবে যেন পতিত ফ্যাসিবাদীদের কেউ অংশগ্রহণ করতে না পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করছে না সে ব্যাপারে সরকারের তরফ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

আখতার হোসেন বলেন, জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো- আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। আমার গণঅধিকার পরিষদের ভাইয়েরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মার খেয়েছেন। নুরুল হক নুর ভাইকে রক্ত ঝরাতে হয়েছে। আমরা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতা বক্তব্য দিচ্ছেন তারা দেশবিরোধী বক্তব্য দিচ্ছেন। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জনপ্রিয়